জনগণনা
একটি নির্দিষ্ট অঞ্চলের অধিবাসীদের গণনা করার প্রক্রিয়াকেই বলা হয় জনগণনা। জনগণনা কথাটির ইংরেজি প্রতিশব্দ হল Census (সেনসাস) যা লাতিন শব্দ censere (অর্থাৎ হিসেব বা গণনা করা) থেকে এসেছে। যেকোনো শাসনব্যবস্থায় শাসনকার্য যথাযথভাবে পরিচালনা করতে হলে জনসংখ্যা জানার প্রয়োজন রয়েছে। জনসংখ্যার উপর ভিত্তি করে যেসকল তথ্য পাওয়া যায় সেগুলি সরকারের নীতি প্রণয়নের কাজে সহায়ক হয়।
জনগণনার ইতিহাস
ইতিহাসে বিভিন্ন দেশে জনগণনার পরিচয় পাওয়া যায়। প্রাচীন গ্রীস, মিশর, রোম, চীন ইত্যাদি বহু দেশে জনগণনা করা হত। ভারতের জনগণনার ইতিহাসও বেশ প্রাচীন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে জনগণনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হত।
ভারতের জনগণনা
ভারতে প্রতি দশ বছর অন্তর দেশব্যাপী জনগণনা করা হয়। ভারতে প্রথম জনগণনা সম্পন্ন হয়েছিল ১৮৭১-৭২ সালে। যদিও প্রথম জনগননায় কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। পরের বার অর্থাৎ ১৮৮১ সালের জনগণনাটিকেই প্রথম সফল জনগণনা বলে বিবেচিত হয়।
পদ্ধতি- ভারতের মতো একটি বিশালায়তন এবং জনবহুল দেশের জনগণনা করা বেশ জটিল ব্যাপার। জনগণনা মানে তো শুধুই জনসংখ্যা জানা নয়, আধুনিককালে জনগণনার উদ্দেশ্য আরো ব্যাপক। জনগণনার মাধ্যমে দেশের জনগণের ধর্ম, ভাষা, অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বহু বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহ করার জন্য আগে থেকেই প্রশ্নগুচ্ছ প্রস্তুত করা হয়। একজন আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর সংগ্রহের মাধমে তথ্য সংগ্রহ করে থাকেন।
নিচের তালিকায় ভারতের সবকটি জনগণনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল। পাঁচটি কলামে পরপর যে তথ্যগুলি দেওয়া হল সেগুলি হল- কততম জনগণনা, কোন সালে, সরকারীভাবে ঘোষণার দিন, প্রশ্নগুচ্ছে প্রশ্নের সংখ্যা এবং সর্বশেষ কলামে ভারতের জনসংখ্যা।
কততম | জনগণনা | ঘোষণার দিন | প্রশ্ন সংখ্যা | জনসংখ্যা |
---|---|---|---|---|
১ম | 1872 | - | ১৭টি | 238,830,958 |
২য় | 1881 | ১৭ই ফেব্রু: | ১২টি | 253,896,330 |
৩য় | 1891 | ২৬শে ফেব্রু: | ১৪টি | 287,223,431 |
৪র্থ | 1901 | ১লা মার্চ | ১৬টি | 293,550,310 |
৫ম | 1911 | ১০ই মার্চ | ১৬টি | 315,156,396 |
৬ষ্ট | 1921 | ১৮ই মার্চ | ১৬টি | 318,942,480 |
৭ম | 1931 | ২৬শে ফেব্রু: | ১৮টি | 352,837,778 |
৮ম | 1941 | ১লা মার্চ | ২২টি | 388,997,955 |
৯ম | 1951 | ১লা মার্চ | ১৪টি | 361,088,000 |
১০ম | 1961 | ১লা মার্চ | ১৩টি | 439,235,000 |
১১তম | 1971 | ১লা এপ্রিল | ১৭টি | 548,160,000 |
১২তম | 1981 | ১লা মার্চ | ১৬টি | 683,329,000 |
১৩তম | 1991 | ১লা মার্চ | ২১টি | 846,387,888 |
১৪তম | 2001 | ১লা মার্চ | ২৩টি | 1,028,737,436 |
১৫তম | 2011 | ১লা মার্চ | ২৯টি | 1,210,854,977 |