ভারতের রিজার্ভ ব্যাংক
রিজার্ভ ব্যাঙ্ক হল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাংক ভারতের ব্যাংক এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির পরিদর্শক এবং নিয়ামক সংস্থা হিসেবে কার্য নির্বাহ করে। রিজার্ভ ব্যাংকের অন্যতম কাজগুলি হল ব্যাংকনোট প্রচলন করা এবং দেশের আর্থিক কাঠামো বজায় রাখা। ভারতের সামগ্রিক উন্নয়নেও রিজার্ভ ব্যাংকের বিশেষ ভূমিকা পালন করে থাকে।
 |
ভারতের রিজার্ভ ব্যাংকের সীলমোহর |
- স্থাপিত- ১৯৩৫ সালের ১লা এপ্রিল,
- সদর দপ্তর- প্রথমে কোলকাতা, ১৯৩৭ সাল থেকে মুম্বাই, মহারাষ্ট্র।
- শাখা এবং আঞ্চলিক কার্যালয়- রিজার্ভ ব্যাংকের চারটি শাখা দপ্তর (কোলকাতা, দিল্লী, মুম্বাই ও চেন্নাইয়ে) এবং ২০ টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এগুলি ছাড়াও ১১ টি অধস্তন কার্যালয় রয়েছে।
- গঠন- রিজার্ভ ব্যাংকের প্রধান কমিটি হল ২১ জন সদস্যবিশিষ্ট সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস যার প্রধান হলেন একজন গভর্ণর, অন্যান্য সদস্যগণ হলেন চারজন ডেপুটি গভর্ণর, দু'জন অর্থ মন্ত্রকের প্রতিনিধি, সরকার মনোনীত দশজন ডিরেক্টর এবং চারটি শাখা দপ্তরের চারজন ডিরেক্টর।
- অপর নাম- ভারতীয় রিজার্ভ ব্যাংককে "ব্যাঙ্কার'স ব্যাংক" বলা হয়, অনেকেই আবার মিন্ট স্ট্রিট বলে থাকেন।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা